গোলাপি বলের বিরুদ্ধে ব্যাট করছে ভারতীয় ব্যাটসম্যান রা

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক   : এখন পাওয়া খবর অব্দি  ভারত বাংলাদেশের বিরুদ্ধে উইকেট গোলাপি বলে ১৯  ওভারে ২ উইকেট  হারিয়ে ৮০ রান  করেছে ।সিরিজে রয়েছেন চেতেশ্বর  পূজারা ২০ রান করে সঙ্গে রয়েছেন বিরাট  কোহলি  ২০ রান করে । ভারতের হয়ে আউট হন , মায়াঙ্ক আগারওয়াল  ১৪ রান করে আল আমিনের  বলে  এবং রোহিত শর্মা  আউট হন ২১ রান করে এবাদত  হোসেনের বলে ।