বাংলাদেশের ইনিংস ১০৬ রানে শেষ হয়ে গেলো

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :আজ ইডেনে  ঐতিহাসিক  গোলাপি বলের দিন রাতের টেস্টে টসে  জিতে  বাংলাদেশ  ব্যাট  করার  সিদ্ধান্ত নেয় । কিন্তু  মাত্র  ৩০.৩ ওভার খেলেই বাংলাদেশের সকলে আউট  হয়ে যান  ইশান্ত শর্মা ,মোহাম্মদ  সামি ও  উমেশ  যাদবের  রুদ্ধশ্বাস  বোলিংয়ের সামনে দাঁড়াতে না পেরে । লিটন দাশ  এবং  নঈম  ছাড়া  কেউ দুই অঙ্কের  রান  করতে পারেননি । ইশান্ত শর্মা ২২ রান দিয়ে ৫ উইকেট নেন । উমেশ  যাদব ২৯ রান দিয়ে তিন উইকেট এবং সামি  ৩৬ রান  দিয়ে ২ উইকেট নেন ।