ভারতে মুক্তি পেলো হোটেল মুম্বাই

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক   :  অস্ট্রেলীয়  পরিচালক  আন্তোনিও  মারাসের  ছবি  “হোটেল  মুম্বাইয়ের ” বিষয় হলো ২০০৮ সালে ভয়াবহ  মুম্বাই  তাজ  হোটেলে জঙ্গি হামলা । গত বছর ২০১৮ সালে ২৬/১১  এক দশক  হওয়াতে  টরেন্টো  ফিল্ম ফেস্টিভ্যালে  এর  প্রিমিয়াম হয়েছে । গুরুত্বপূর্ণ দুটি  চরিত্রে  আছে  অনুপম  খের এবং  দেব প্যাটেল । এক দশক  এন্টোনির টান  টান  পরিচালনা  তে সেই  ভয়াবহ রাতে  ফিরে গেলেন দর্শক কুল । অনুপম খের ও দেব প্যাটেলের অভিনয় অনবদ্য ।