রাষ্ট্রপতির বৈঠক জম্মু কাশ্মীরের গভর্নর ও লেফট্যানেন্ট গভর্নরের সাথে

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক   :  আগামী ২৩ ও ২৪ সে নভেম্বর রাষ্ট্রপতি রামনাথ  কবিন্দের  সাথে দুই দিনের একটি বৈঠকে বসতে চলেছেন ,জম্মু কাশ্মীর  ও লাদাখের গভর্নর ও লেফট্যানেন্ট  গভর্নর রা । ২৩ ও ২৪ সে নভেম্বর  বৈঠকে  উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়াহ  নাইডু ,প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী ,স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ,নীতি  উর্ধতন  কর্মকর্তা ছাড়াও  কয়েকজন  বাছাই  করা কেন্দ্রীয় মন্ত্রী এই উচ্চপর্যায়ের  প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন বলে জানা যাচ্ছে ।