খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ইডেন গার্ডেন্স য়ে দিন ও রাতের ঐতিহাসিক গোলাপি বলের টেস্টে বাংলাদেশ ৩০.৩ ওভারে ১০৬ রানে আউট হওয়ার পরে ভারত খেলা শেষে ৪৬ ওভারে তোলে তিন উইকেটে ১৭৪ রান । ক্রিজে নট আউট আছে বিরাট কোহলি ৫৯ এবং রাহানে ২৩ রানে । গতকাল সকালে যেই গোলাপি বল ব্যাটসম্যানদের বশ্যতা স্বীকার করিয়েছিলো ,সেই দিনের শেষে বিরাট কোহলির মারা ক্লাসিক্যাল কভার ড্রাইভের কাছে বশ্যতা স্বীকার করে নিলো ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...