খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জিএসটি আদায় কমায় সরকারি রাজকোষের বেহাল অবস্থা নিয়ে হতাশা বেড়েছে দেশ জুড়ে । পঞ্চদশ অর্থকমিশনের চেয়ারম্যান জানান কর সংগ্রহ বাড়াতে ঘন ঘন তার হার বদল এর অন্যতম কারণ । তিনি জোর দিলেন এই জিএসটি কর কাঠামো বদল ও তার জমা দেয়ার প্রক্রিয়া আরো সরলীকরণের উপরে । পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী বলেন জিএসটিতে জালিয়াতি ও প্রতারণা বন্ধ করার জন্য বার বার বলা সত্ত্বেও কাজের কাজ কিছু হয়নি ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...