জিএসটির হার ঘন ঘন বদলের বিরুদ্ধে সওয়াল করলেন পঞ্চদশ অর্থকমিশনের চেয়ারম্যান

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :   জিএসটি আদায়  কমায় সরকারি  রাজকোষের বেহাল অবস্থা  নিয়ে হতাশা বেড়েছে দেশ জুড়ে । পঞ্চদশ  অর্থকমিশনের চেয়ারম্যান  জানান  কর সংগ্রহ বাড়াতে  ঘন ঘন তার হার বদল  এর অন্যতম কারণ । তিনি জোর  দিলেন  এই জিএসটি  কর কাঠামো বদল  ও তার জমা দেয়ার প্রক্রিয়া আরো সরলীকরণের উপরে । পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী বলেন জিএসটিতে জালিয়াতি  ও প্রতারণা বন্ধ করার জন্য বার  বার বলা সত্ত্বেও কাজের কাজ কিছু  হয়নি ।