ডোনাল্ড ট্রাম্পের দাবি তার অনুরোধেই সৈন্য পাঠায়নি চীন

BIRCH RUN, MI - AUGUST 11: Republican presidential candidate Donald Trump speaks at a press conference before delivering the keynote address at the Genesee and Saginaw Republican Party Lincoln Day Event August 11, 2015 in Birch Run, Michigan. This is Trump's first campaign event since his Republican debate last week. (Photo by Bill Pugliano/Getty Images)

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প দাবি করলেন  তিনি না  আটকালে  “১৪ মিনিটের  মধ্যেই ” গণতন্ত্রের সপক্ষে  আন্দোলনকারীদের  আন্দোলন শেষ করে দিত  চীনা  সৈন্যরা । এক টিভি চ্যানেল  কে দেয়া  সাখ্যাত্কারে  তিনি  বলেন  তার অনুরোধেই শি  চিং  ফিং হং কংয়ের বাইরে  লক্ষাধিক  চীন সেনা  মজুদ  করেও  তা আন্দোলনকারীদের  দমন করতে পাঠাননি ,তিনি  বলেছিলেন  এই রকম  কোনো  কাজ হলে  চীন কে বাণিজ্যিক চুক্তি নিয়ে ভুগতে হবে ।