খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মহারাষ্ট্রে শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে মহারাষ্ট্রে সরকার গঠনে এনসিপির একাংশ কে নিয়ে বিজেপির এই নৈশ অভিযান কে সার্জিক্যাল স্ট্রাইকের সঙ্গে তুলনা করেছেন ।তিনি বলেন বিজেপি সব কাজ রাতের অন্ধকারে করেছে । এই সরকার গঠন সার্জিক্যাল স্ট্রাইকের সমতুল ।বিজেপির তরফে রবিশঙ্কর প্রসাদ বলেন আমরা ৩০ সে নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা তে সময় মত সংখ্যা গরিষ্ঠতার প্রমান দিয়ে দেব ।