অভিনব অটো চলছে মুম্বাই তে

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : বাণিজ্য নগরী  মুম্বাইতে  সত্যবান গীতের  অটোতে আছে হাত ধোয়ার বেসিন  ফোনের চার্জার থেকে শুরু  করে ডেস্কটপ  মনিটর ।এবং ছোট ফুলের টব  দেয়া বাগান । সিনিয়র সিটিজেনদের ১ কিমি পর্যন্ত ফ্রি রাইড  দেয়ার ব্যবস্থা আছে এই অটোতে । এমন অভিনব অটো  দেখে  মুম্বাই  নগরী  তে তার ফ্যান  হয়ে গিয়েছেন অনেকেই । সোশ্যাল  মিডিয়া  তে এই অটোর  ছবি ভাইরাল  হয়ে গিয়েছে,কেউ কেউ একে  ওয়ান  রুম  কিচেন অটো বলে ডাকছেন ।