খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সামির বলে মাথায় ছোট পাওয়া দুই বাংলাদেশী ক্রিকেটার লিটন দাশ ও নঈম ডাক্তারের পরামর্শ অনুযায়ী আজ সারাদিন হোটেলই বিশ্রাম নিয়েছেন,তারা দলের সঙ্গে ইডেন গার্ডেন্স য়ে আসেননি ।তবে তাদের শারীরিক অবস্থা এখন ভালো বলেই জানা যাচ্ছে । গতকাল লিটন ও নঈমের মাথায় সামির বাউন্সার আঘাত হানতে মাঠে নেমে আসে ফিল হিউসের স্মৃতি । চিকিৎসকরা এম আর আই রিপোর্ট দেখে সন্তুষ্ট হন যে স্কালে চোট লাগেনি লিটন ও নঈমের তবু তাদের সম্পূর্ণ রূপে বিশ্রামে থাকতে বলা হয়েছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...