খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামীকাল পশ্চিমবঙ্গে ১) খড়্গপুর সদর ২) কালিয়াগঞ্জ ৩) করিমপুর বিধানসভাতে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে । সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন । এই ভোটে করিমপুরের জন্য ১০ কোম্পানি আধা সামরিক বাহিনী এবং কালিয়াগঞ্জ ও খড়্গপুর সদরের জন্য ৫ কোম্পানি করে আধা সামরিক বাহিনী নিযুক্ত করা হয়েছে । বাকি বুথগুলির প্রহরাতে থাকবে রাজ্যের শস্ত্র পুলিশ বাহিনী । ৩টি কেন্দ্রে মোট ৮০১ টি বুথে ৫০% ওয়েবক্যাস্টিং করা হবে ।