শারদ পাওয়ার একটি আস্ত ধাঁধা বললেন স্বরাজ কৌশল

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : প্রয়াত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের স্বামী আইনজীবী  স্বরাজ  কৌশল মহারাষ্ট্র  প্রসঙ্গে  বলতে গিয়ে বলেন “শারদ  পাওয়ার  হলেন একটি আস্ত ধাঁধা ,তার কথায়  যদি দিল্লি  বিমানবন্দরে দেখেন শারদ  পাওয়ার কে তিনি মুম্বাইয়ের টিকিট কাটবেন । তার হাতে অবশ্যই  থাকবে কলকাতার  বোর্ডিং পাশ এবং তিনি প্লেন থেকে নামবেন চেন্নাই  য়ে । মারাঠা  স্ট্রংম্যান  কে যারা  কাছ থেকে  চেনেন তারা জানেন তার নির্দেশ  ছাড়া এই চিত্রনাট্য তৈরি হয়নি ।