শুল্ক যুদ্ধের ইতি টানতে আগ্রহী দুই পক্ষই

 

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : চীন ও আমেরিকার মধ্যে শুল্ক যুদ্ধ চলছে প্রায় ১৬ মাস  ধরে । বহুবার  এই নিয়ে দুইপক্ষের মধ্যে বৈঠক হলেও কোনো পাকাপাকি সমাধান সূত্র মেলেনি । এই প্রথম বার  প্রাথমিক চুক্তি নিয়ে ইতিবাচক মন্তব্য এলো দুই শীর্ষনেতার কাছ থেকেই । চীনের  প্রেসিডেন্ট বলেন  তারা শুল্ক যুদ্ধ শুরু  করেনি এবং তারা চান না এই যুদ্ধ  চলুক । এর পরেই মার্কিন প্রেসিডেন্ট বলেন  চীনের সঙ্গে চুক্তির সম্ভাবনা উজ্জ্বল হয়েছে । তবে তিনি বলেন আমদানি ও রফতানিতে  চীন  ও আমেরিকার  মধ্যে সমতা ফেরানোযুদ্ধে ই প্রধান লক্ষ হওয়া  উচিত ।