খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত বছর আঁধার নম্বরে নথিভুক্তি বা সেই সংক্রান্ত তথ্য সংশোধণের জন্য মেট্রো সহ ৫৩ টি শহরে আঁধার সেবা কেন্দ্র তৈরির কথা বলেছিলো আঁধার কর্তৃপক্ষ ( ইউআইডিএআই ) এর মধ্যে কলকাতা শহরের জন্য বরাদ্দ ছিল প্রস্তাবিত চারটি কেন্দ্র । সল্টলেকের সেক্টর ৫ য়ে সম্প্রতি প্রথম কেন্দ্রটি চালু হয়েছে । দ্বিতীয় কেন্দ্রটি এই ডিসেম্বরেই বিবাদী বাঘ এলাকাতে খোলার কথা ,এই ছাড়া কলকাতা তে আরো দুটি এবং শিলিগুড়ি তে একটি কেন্দ্র তৈরী করার কথা আছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...