পরমাণু বিরোধী কর্মসূচি প্রচারে জাপানে পা রাখলেন পোপ

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : দ্বিতীয়  বিশ্বযুদ্ধের শেষ  পর্বে  মার্কিন যুক্তরাষ্ট্রে পরমাণু  বোমা  আছড়ে  পড়েছিল জাপানি শহর  হিরোশিমা  এবং নাগাসাকি তে ।এতে  প্রাণ হারান প্রায় ৮০ হাজার মানুষ । জাপান কে সেই ক্ষতের  খেসারত এখন ও দিতে হচ্ছে । পোপ  ফ্রান্সিস  সেই জন্য  পরমাণু  বোমা  বিরোধী  প্রচারে  জাপানে আসার  ইচ্ছে  প্রকাশ  করেছিলেন । থাইল্যান্ডের  এক  ধর্মীয় সভায়  সহিষ্ণুতার বার্তা দিয়ে  তিনি পা  রাখলেন টোকিও  তে  চারদিনের জাপান সফর শুরুর  জন্য ।