খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সোমবার সকালে সুপ্রিম কোর্টে মহারাষ্ট্র বিধানসভা নিয়ে যে মামলা দায়ের করা হয়েছে তার শুনানি হবে । রবিবার সকালে মহারাষ্ট্র মামলায় সর্বোচ্চ আদালতের তিন বিচারপতির বেঞ্চ সব পক্ষ কে নোটিশ দিয়েছেন । দেবেন্দ্র ফরানবীশের তরফে রাজ্যপাল কে দেয়া সংখ্যা গরিষ্ঠতার চিঠি এবং রাজ্যপালের ফরানবিশ কে সরকার গঠন করতে আমন্ত্রনের চিঠি সব জমা দিতে হবে শীর্ষ আদালতে ।এখন অজিত পাওয়ার শেষ মুহূর্তে এনসিপিকে অটুট রেখে বিজেপি কে পূর্ণ সমর্থন করতে পারেন কিনা তার উপর ফরানবিশের ভাগ্য নির্ভর করছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...