অযোধ্যা নিয়ে মন কি বাতে তে প্রধানমন্ত্রীর বার্তা

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  রবিবার মন কি ব্যাত  অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অযোধ্যায় রায়ের পরে দেশ বাসীরযে ধর্য্য  ও পরিণত মনস্কতা পরিচয় দিয়েছেন তার প্রশংসা  করেন । তিনি বলেন ১৩০ কোটি ভারতীয় প্রমান করেছে দেশের উপরে কিছু হয় না । দেশে  শান্তি ,ঐক্য ,সম্প্রীতির স্থান  কে দেশবাসীরা  সর্বোচ্চ  পর্যায়ে মর্যাদা  দিয়েছে । রাম  মন্দির নিয়ে ফয়সালা  কে পুরো দেশ মন থেকে মেনে নিয়েছে এবং স্বাগত জানিয়েছে । পাশাপাশি দেশের বিচার ব্যবস্থার সন্মান বেড়েছে ।