রাজ্যপাল তার সচিবালয়ে ১১ জন নতুন কর্মী নিয়োগ করতে চান

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  রাজ্যপালের কার্যালয় কে আরো গতিশীল করতে জগদ্বীপ ধানকর  ১১ জন কর্মী ও অফিসার কে নিয়োগ করতে চান । তিনি  ওই পদে সরকারি অফিসারদের নিয়োগের বিরোধী । কর্মী  অফিসার   বাছাই  পর্ব  তিনি নিজেই ঠিক  করবেন । নবান্নর তরফে রাজভবনের সচিবালয়ের  থেকে পাঠানো প্রস্তাবে এখনো প্রকাশ্য কিছু বলতে  নারাজ । আর্থিক সঙ্কটের  সময় এতো  লোকের বেতন দেয়া ভাবাচ্ছে  নবান্ন কে । তিনি চাইছেন একটি কনফিডেন্সিয়াল সেকশন তৈরী  করতে ।