উদ্বাস্তুদের নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  এনআরসি  ইস্যু  নিয়ে রাজ্য  জুড়ে চলেছে তোলপাড় ,মুখ্যমন্ত্রী  বলছেন তিনি রাজ্যে এনআরসি  হতে দেবেন না । উল্টোদিকে  স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলছেন গোটা দেশেই নাগরিক  পঞ্জীকরণ  হবে । আজ  মুখ্যমন্ত্রী  বলেন  আমরা সরকারি  ভাবে ঠিক করেছি এই রাজ্যে সব উদ্বাস্তুদের জমির মালিকানা দেয়া হবে । নবান্নের এক বৈঠক থেকে তিনি বলেন  কেন্দ্রীয় সরকারি জমিতে বা বেসরকারি জমিতে  যে উদ্বাস্তুরা  রয়েছে সেইখানে  ৩ একর অব্দি  জমির মালিকানা তাদের দেয়া হবে ।