খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সংবাদ সূত্রে জানা গিয়েছে ৫৫০ তম গুরু নানক দেবের জন্মদিন উপলক্ষ্যে উত্তরপ্রদেশের মুজাফরানগরে এক শিখ বৃদ্ধ সমাজকর্মী সুখপাল সিংহ বেদি রবিবার ঘোষণা করেন যে পুরকাজি শহরে পঞ্চায়েত চেয়ারম্যান জাহির ফারুকীর হাতে তিনি তার ৯০০ স্কোয়ার ফিট জমির নথি তুলে দিয়েছেন মসজিদ গোড়ার জন্য সুখপালের এই সিদ্ধান্তে পুরকাজির শহরের উভয় সম্প্রদায়ের মানুষ এই উদ্যোগ কে ও ভাতৃত্রবোধ কে স্বাগত জানিয়েছেন ।