মোটের উপর বিক্ষিত কিছু ঘটনা ছাড়া উপনির্বাচন শান্তিপূর্ন ভাবেই হয়েছে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :   করিমপুরে  বিজেপি প্রার্থী  জয়প্রকাশ  মজুমদার আক্রান্ত হওয়া  ছাড়া আর তেমন কোনো বড়  ঘটনা ঘটেনি  রাজ্যের  তিনটি  উপনির্বাচন কে ঘিরে । নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে করিমপুরে বিকেল অব্দি ৭০.৬৩% ভোট পড়েছে । অপরদিকে কালিয়াগঞ্জ  বিকেল ৩ টা  অব্দি ভোট  পড়েছে  ৬৫.৩০% এবং খড়্গপুরে ভোট পড়েছে ৫৭.১১ %।