নির্দল প্রার্থী সরযূ রায় কে ঘিরে ঝাড়খণ্ডে বিজেপি বনাম জেডিইউ দ্বন্দ্ব স্পষ্ট

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :   আগামী ৩০ সে নভেম্বর থেকে হতে চলা ৫ দফা ঝাড়খন্ড বিধানসভা নির্নাচন কে কেন্দ্র করে  বিজেপি ও তার শরিক দল  যে জেডিইউ  মধ্যে দ্বন্দ্ব  ক্রমশ  স্পষ্ট হচ্ছে ,ঝাড়খণ্ডে এই দুই দল  আলাদা আলাদা ভাবে লড়ছে । সোনা যাচ্ছে  বিজেপি ত্যাগী নির্দল প্রার্থী সরযূ  রায়ের হয়ে পূর্বজামশেদপুর বিধানসভা কেন্দ্রে প্রচারে আসতে  পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার । উল্লেখ্য  ওই একই  কেন্দ্রে  বিজেপির প্রার্থী  বর্তমান  বিজেপি মুখ্যমন্ত্রী  রঘুবর দাশ ।