ডেঙ্গি নিয়ে কলকাতা ১০ নম্বর বড়োর সভায় তৎপরতা

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :   গতকাল কলকাতা  পুরসভার ১০ নম্বর বোরো  অফিসে  ডিঙি প্রতিরোধ  নিয়ে আলোচনাতে বসলেন  পুরসভার স্বাস্থ্য দফতরের আধিকারিক ,চিকিৎসক  ও পতঙ্গবিদ  রা । ডেঙ্গি  প্রতিরোধ অভিযান চালু রাখতে কোথায়  কোথায় কি কি কাজ  হয়েছে আর কি কি কাজ করণীয় সেই সবের  ও পর্যালোচনা  করা হয়েছে বলে জানালেন বড়  চেয়ারম্যান  তপন  দাসগুপ্ত ,তিনি  বলেন  কতগুলি পরিত্যক্ত  বাড়ি সনাক্ত  করা  হয়েছে  যেই গুলি কে আবর্জনা  মুক্ত করতে হবে ডেঙ্গু  প্রতিরোধের  জন্য ।