গতকাল পশ্চিমবঙ্গের উপনির্বাচনে যা ঘটলো তা অপ্রত্যাশিত

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : গতকাল  করিমপুরের  বিধানসভা  উপনির্বাচনে  বিজেপির প্রার্থী  জয়প্রকাশ  মজুমদার কে  তৃণমূলের  লোকজন যখন তিনি  একটি বুথের  প্রিসাইডিং  অফিসারের অনিয়ম কে কেন্দ্র করে কিছু  বলতে যাচ্ছিলেন  তখন তৃণমূল  দলের  কিছু লোকজন তাকে গায়ে  চর  থাপ্পড় কষিয়ে  এক লাথি  মেরে জঙ্গলে ফেলে দেয় ।  ঘটনাটি ঘটে বেলা ১১:৩০ নাগাদ  করিমপুরের  ঘিয়াঘাট  প্রাথমিক  বিদ্যালয়ের  ৩২ ও ৩৩ নম্বর  বুথ কে কেন্দ্র করে । নির্বাচন  কমিশনে নালিশ  জানিয়েছে বিজেপি ।