জরিমানা করা হল বিধান নগর পুরসভাকে

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: মোল্লার  ভেড়ি   নিয়ে  আদালতের  নির্দেশ  অমান্য  করে  সোমবার  জাতীয়  পরিবেশ  আদালতের  অন্তর্বর্তী  জামিনের  মুখে  পড়ল  বিধান  নগর  পুরসভা। মূল্য  ধার্য্য  করা  হল  দু  কোটি  টাকা। সেই  সঙ্গে  কেন্দ্রীয়  দূষণ   নিয়ন্ত্রণ  পর্ষদের  কাছে  ৫০  লক্ষ  টাকার  পারফরম্যান্স  গ্যারান্টি  জমা  রাখার ও  নির্দেশ  দিয়েছে  পরিবেশ  আদালত। উল্লেখ্য  নির্দেশ  অমান্য  করার  জন্য  গত   অক্টবর  মাসেই  বিধান  নগর  পুরসভাকে  ৫  লক্ষ  টাকা  জরি মানা   করেছিল  আদালত।