খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ গতকাল জানিয়েছেন যে চেন্নাইতে নোকিয়ার বন্ধ থাকা কারখানাতে নতুন ভাবে হাতে নিয়ে আই ফোন প্রস্তুত করবে আইফোনের চার্জার – সহ যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থা সালকম। এখানে তৈয়ারী আই ফোন দেশের বাজারে পাশাপাশি বিদেশেও রফতানি হবে। পাঁচ বৎসরে ২০০০ কোটি টাকা লগ্নি করবে সালকম। সরাসরি কর্ম সংস্থান হবে ১০ হাজার । পরোক্ষে প্রায় ৫০,০০০ হাজার ব্যাক্তির।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...