দেশেই তৈরী হবে আই ফোন

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: তথ্য  প্রযুক্তি  মন্ত্রী  রবিশঙ্কর  প্রসাদ  গতকাল  জানিয়েছেন  যে  চেন্নাইতে  নোকিয়ার  বন্ধ  থাকা  কারখানাতে  নতুন  ভাবে  হাতে  নিয়ে  আই ফোন   প্রস্তুত  করবে  আইফোনের  চার্জার  – সহ   যন্ত্রাংশ  সরবরাহকারী  সংস্থা সালকম। এখানে  তৈয়ারী   আই  ফোন  দেশের  বাজারে  পাশাপাশি  বিদেশেও  রফতানি  হবে। পাঁচ  বৎসরে  ২০০০  কোটি  টাকা  লগ্নি  করবে  সালকম। সরাসরি  কর্ম  সংস্থান  হবে  ১০  হাজার ।  পরোক্ষে   প্রায়  ৫০,০০০  হাজার  ব্যাক্তির।