খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: অসমের ঘটনা থেকে শিক্ষা নিয়ে দ্রুত নাগরিকত্ব সংশোধনী বিল সংসদের আনার জন্য সরব হল নিখিল ভারত বাঙ্গালী উদ্বাস্তু সমন্বয় সমিতি। দিল্লির য্ন্ত্রর মন্তরে হওয়া একটি সম্মেলনে অবিলম্বে অসমের এন আর সি তে বাদ পড়া বাঙ্গালীদের অন্তর্ভুক্ত করার দাবী ওঠে । সংগঠনের পক্ষ থেকে দাবী করা হয়, নাগরিকত্ব সংশোধনী না এনে দেশ জুড়ে এন আর সি লাগু হলে শেষ পর্যন্ত্য ক্ষতিগ্রস্থ হবে বাঙ্গালীরা ।