পাসপোর্ট মেলার আয়োজন করেছে বিদেশ মন্ত্রক

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: আগরতলা  ,  শিলিগুড়ি ,  বহরমপুর   তে  পাসপোর্ট  মেলার  আয়োজন  করেছে  বিদেশ  মন্ত্রক । আগামী  ১৪ই  ডিসেম্বর  ঐ   মেলা  হবে  শিলিগুড়ি  ও  আগরতলায়।  ২০০  জন  আবেদন  কারীর  নথিপত্র  জমা  নেওয়া  হবে।  বহরমপুরে ওই মেলা হবে আগামী ১৪ ডিসেম্বর সুবিধা পাবেন  ৩৫০  জন।  মেলায়  গিয়ে  ওয়েব  সাইটে  আবেদন  জমা  দেওয়া  যাওয়া  যাবে। আর  আগরতলায়  ২০ টি  তৎকাল  আবেদন  ও  নেওয়া  হবে।