রাজীব কুমার মামলা পিছিয়ে গেল

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: গতকাল  সুপ্রিম  কোর্টের  প্রধান  বিচারপতি  এস  এস   বব্দের  বেঞ্চে কলকাতা  পুলিশের  গোয়েন্দা  প্রধান  রাজীব  কুমারের  আগাম  জামিন  এর  আর্জি  নিয়ে  শুনানী   ধর্য্য  ছিল।  কিন্তু  সিবি  আইয়ের  মুখ্য  আইনজীবী  তুষার মেহেতা   অন্য  একটি  গুরুত্ব  পূর্ন   মামলায়  ব্যাস্ত  থাকায়  তাদের  আইন  জীবীরা   মামলার  দিন  পিছিয়ে  দেওয়ার  আবেদন  করেন।তাদের  আবেদনের  পরিপ্রেক্ষিতে  আগামী  শুক্রবার  ২৯  শে   নভেম্বর  শুনানী   হবে  বলে  জানান  প্রধান  বিচারপতির  বেঞ্চ ।