সভা করতে মরিয়া বাম ও কংগ্রেস শ্রমিক সংগঠন গুলি

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: চিত্তরঞ্জন  থেকে  লং  মার্চ  করে  কেন্দ্রীয়  সরকারের  বিলগ্নী  করণ সহ   বিভিন্ন  শ্রমিক  বিরোধী  নিতীর   প্রতিবাদে  মিছিল  করে  বাম   ও  কংগ্রেস  এর  শ্রমিক  সংগঠন  গুলি  ১১ই  ডিসেম্বর  ভিক্টরিয়া   হাউসের   সামনে সভা  করতে  মরিয়া । রাজ্য  সরকার  অনুমতি  না  দিলে   তারা    কোর্টের   দ্বারস্থ   হওয়ার কথা  ভাবছে ।   শ্রমিক ফ্রন্টের  পাশা  পাশি  বাম  ও  কংগ্রেসের  সব  শাখা  সংগঠন  গুলি  ও  ১২  দিনে  ২৮৩  কিমি  পদযাত্রায়  পা  মেলাবে।