খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রথমে বলা যায় যে বিজেপির পদ প্রার্থী রঘুবর দাশ আশা করেন যে এইবার ও তিনি জামশেদপুর পূর্ব কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়ী হবে । গত ভোটে তিনি ৩১.৩% ভোট পেয়ে ওই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিল । এই ছাড়াও ঝাড়খন্ড মুক্তিমোর্চার হেমন্ত সোরেন ও মুখ্যমন্ত্রী পদ প্রার্থী । গতবার তিনি বার হাইট কেন্দ্র থেকে ২০.৪% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন । তার দল গতবারে ১৯টি সিটে জয়ী হয় । এই ছাড়াও ঝাড়খন্ড বিকাশ মোর্চার প্রার্থী বাবুলাল মারান্ডি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের রামেশ্বর ওরাও মুখ্যমন্ত্রী পদ প্রার্থী ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...