খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ঝাড়খন্ড য়ে বিজেপির সাফল্যের অন্যতম কারিগর শ্রমিক নেতা সরযূ রাই এইবার নির্দল প্রার্থী হিসাবে জামশেদপুর পূর্ব এবং পশ্চিম এই দুটি কেন্দ্র থেকে লড়াই করবেন । জামশেদপুর পূর্ব কেন্দ্রে তার নিকটতম প্রার্থী হলো বর্তমান মুখ্যমন্ত্রী রঘুবর দাশ ।এই ছাড়াও তিনি জামশেদপুর পশ্চিম কেন্দ্র থেকেও নির্দল প্রার্থী হিসাবে লড়াই করছেন । জামশেদপুর পশ্চিমে তার নিকট তম প্রার্থী হচ্ছেন দেবেন্দ্র সিংহ । তার মনোনয়ন বিজেপিকে বিপাকে ফেলতে পারে ।