খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ঝাড়খণ্ডে আগামী ৩০ সে নভেম্বর থেকে ৮১ টি বিধানসভা সিটের জন্য ৫ দফায় নির্বাচন হবে । ইউপিএ জোট ৮১ টি সিটের জন্য নিম্নলিখিত ভাগ করেছে । কংগ্রেস লড়ছে ৩১টি সিটে ,ঝাড়খন্ড মুক্তি মোর্চা লড়ছে ৪৩ টি সিটে রাষ্ট্রীয় জনতা দল আরজেডি লড়ছে ৭ টি সিটে । প্রথমে এনডিএ দল একতা বদ্ধ থাকলেও পরে তা ভেঙে যায় ,তাই আলাদা ভাবে বিজেপি লড়ছে ৭১ টি সিটে এজিএসইউ লড়ছে ১৩ টি সিটে এবং বাবুলাল মারান্ডীর ঝাড়খন্ড বিকাশ মোর্চা লড়ছে ৮১টি সিটে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...