দূষণের ফাঁস থেকে বেরোতে পারলো না দিল্লি

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  :  এয়ার  কোয়ালিটি ইনডেক্সের  (একিউ আই ) রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার লোধি রোডের  দূষণ মাত্রা ছিল ২০৫ এবং রাত  ১০ টা  তে  বেড়ে হলো ২০১০। গাজিয়াবাদের অবস্থায়  তথৈবচ ,এই বছর  দিল্লি  থেকে দূষণ বিদায়ের সময় হয়ে গেলেও  কার্যক্ষেত্রে কোনো  পরিবর্তন  দেখা যাচ্ছে না ।উত্তরের হওয়ার গতি  বেশি না থাকতে পরিস্থিতি বদলাচ্ছে না । এক মাত্র  মুসল ধারায়  বৃষ্টি হলেই কমতে পারে  দূষণ ।