খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ৯ টা বেজে ২৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হলো কার্টসাইট ৩স্যাটেলাইটের । পিএসএলভি সি ৪৭ য়ের পিঠে চড়ে মহাকাশের দিকে উড়ে গেলো স্যাটেলাইট টি । এই উৎক্ষেপণে পিএসএলভি রকেটের সাহায্যে ভারতের কার্টস্যাট ৩ ছাড়াও আমেরিকার ১৩ টি স্যাটেলাইট কে নিয়ে যাওয়া হয় মহাকাশে । আমেরিকার সঙ্গে ভারতের নিউস স্পেস ইন্ডিয়া লিমিটেডের চুক্তির ভিত্তিতেই ১৩টি কৃতিম উপগ্রহ কে পাঠানো হলো অরবিট য়ে ।