খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মহারাষ্ট্রে জোট সরকারে যোগদান করলেও কংগ্রেসের সামনে তিনটি সমস্যা রয়েছে ।প্রথমত কর্নাটকে সরকারে গঠনের নেপথ্যে রয়েছেন সোনিয়া গান্ধী এই খানে রয়েছেন কংগ্রেস ভেঙে এনসিপি তৈরী করা শারদ পাওয়ার । দ্বিতীয়ত কর্নাটকে কংগ্রেস ও জেডিএসের কলহে সরকার পরে গিয়েছিলো ,মহারাষ্ট্রে একই ছবি আসবে কিনা তা কে জানে । তৃতীয়ত সব থেকে বড় যে প্রশ্ন তা কংগ্রেসের সামনে আসছে তা হলো শিবসেনার মত কট্টর হিন্দুত্ববাদী দলের সাথে হাত মেলাতে তার প্রতিক্রিয়া অন্য রাজ্যে না পরে ।