ওড়িশা তে বসতে চলেছে বিশ্বকাপ হকির আসর

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :   ২০২৩ সালে  বিশ্বকাপ  হকির আসর  বসতে  চলেছে আবার  ভুবনেশ্বরে ।২০১৮ সালে  এই খানে  অনুষ্ঠিত  হয়েছিল  বিশ্বকাপ ।আন্তর্জাতিক  হোকি সংস্থা এক বিবৃতিতে  জানিয়েছেন ২০২৩ সালের ১৩-২৯ সে জানুয়ারী  এই প্রতিযোগিতা  শুধু ভুবনেশ্বরেই  হবে না  সঙ্গে কিছু ম্যাচ হবে  রাউরকেল্লা তেও  বলে জানিয়েছেন আন্তর্জাতিক হোকি ফেডারেশনের  কর্তারা ।