খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার লেউনডোস্কি ১৪ মিনিটে ৪ গোল করে খড়কুটোর মত উড়িয়ে দিলেন রেডস্টার কে । বায়ার্ন মিউনিখ হারালো রেডস্টার কে ৬-০ গোলে । চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম ৪ গোল করার কীর্তি করলেন লেবানডোস্কি ছুঁলেন মেসি কে ।প্রথম অর্ধে ১ গোলে এগিয়ে ছিল বায়ার্ন লিওন গোরিস্কার গোলে ,তার পরে দ্বিতীয় অর্ধে লেবানডোস্কি ঝরে উড়ে যায় রেডস্টার । দারুন ফর্মে রয়েছেন তিনি
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...