পেট্রল পাম্প খোলার ব্যাপারে নিয়ম শিথিল করে বিজ্ঞপ্তি

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: গত মাসে  পেট্রোল   পাম্প  খোলার  ব্যাপারে  শর্ত   শিথিল  করেছিল  কেন্দ্র । গতকাল  সেই  ব্যপারে  বিজ্ঞপ্তি  জারি  করল  পেট্রোলিয়াম  মন্ত্রক। ১।তেল  বা  এল পি  জি  সংস্থা  না  হলেও  চলবে। ২। কেন্দ্রের  কাছে  আর্জি  জানানোর  সময়  সংস্থার  নিট   সম্পদ  হতে  হবে  ২৫০  কোটি  টাকা । ৩।  অন্তত  ১০০ টি  পাম্প  খুলতে  হবে ।  যাদের  ৫% হতে  হবে গ্রামে। ৪। পাম্প  চালুর  তিন  বৎসরের  মধ্যে  অন্তত  একটি  বিকল্প  জ্বালানী    বায়ো  ফুয়েল  , সি এন  জি এল এনজি    ব্যবস্থা   তৈয়ারী   করতে  হবে।