২১ জন আয়কর অফিসারকে বাধ্যতা মূলক অবসর করল সরকার

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: প্রতক্ষ্য  কর  পর্ষদের  ২১  জন  গ্রূপ  বি  অফিসারকে  বাধ্যতামূলক  (CRS )  অবসরে  পাঠাল   কেন্দ্রীয়  সরকার। এরা   মুম্বাই ,  ঠানে , নাগপুর ,  হায়দ্রাবাদ , রাজকোট  , বিকানির , যোধপুর  কর্মরত  ছিলেন। তাদের  বিরুদ্ধে  দুর্নীতির  অভিযোগ  থাকার  জন্যই   এই  সিদ্ধান্ত  নেওয়া  হল।  এই  নিয়ে  ৮৫  জন  কর কর্তাকে  দুর্নীতির  অভিযোগ  যুক্ত  থাকার  জন্যই  বাধ্যতা  মূলক  অবসরে   পাঠাল কেন্দ্রীয়   সরকার।