খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আই এ এস অফিসার অশোক খেমকা ফের শিরনামে । হরিয়ানার বিজ্ঞান ও প্রযুক্তি দফতর এর প্রধান সচিব পদ থেকে তাকে সরানো হল আর্কাইভ দফতরে । ২৮ বৎসরের কর্মজীবনে সততার পুরস্কার হিসাবে তাকে ২৮ বার বদলি করা হয়। গত মার্চ মাসে তাকে ক্রীড়া দফতর থেকে বর্তমান দফতরে বদলি করা হয় । তার অভিযোগ আইনের পাশাপাশি সরকার সুপ্রিম কোর্টের আদেশ ভঙ্গ করেছে\ টুইটে তিনি মন্তব্য করেন ” সততার পুরস্কার অপমান ।