খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বর্তমানে ভারতের আর্থিক পরিস্থিতি মোটেই সুবিধা জনক জায়গায় নেই , এর মধ্যেই বিরোধীরা প্রধান মন্ত্রীর বিদেশ সফর এর ব্যায় নিয়ে প্রশ্ন তুলেছেন। সরকারী সূত্রে জানা যাচ্ছে প্রধান মন্ত্রী এখন থেকে বিদেশ সফর এ গেলে মাঝপথে জ্বালানী ভরতে বিমান বন্দর এ নামলে তিনি ও তার সহকারীরা পাঁচ তারা হোটেলের পরিবর্তে বিমান বন্দরেই বিশ্রাম করবেন । এবং গাড়ী ব্যবহারে ও কাটছাট করবেন। তাদের লক্ষ্য বিদেশ সফরের ব্যায় ২০-৩০ শতাংশ কমিয়ে আনা। এই কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।