খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আই এসএলে লীগের খেলায় এটিকে কে টপকে আইএসএল লীগ টেবিলে শীর্ষে যাওয়ার ছিল বেঙ্গালুরু এফসির হাতে ।হায়দ্রাবাদ এফসির সঙ্গে তারা খেলার ২ মিনিটের মধ্যে এগিয়ে যায় । কিন্তু শেষ রক্ষা করতে পারলো না বেঙ্গালুরু এফসি । দ্বিতীয় অর্ধে উদান্ত সিংহ কে মেরে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান হায়দ্রাবাদের খেলোয়াড় সাহিল ।কিন্তু লড়াই না ছেড়ে হায়দ্রাবাদের হয়ে রবিন সিংহ শেষ মুহূর্তে গোল শোধ করেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...