আজ প্রথম দফার ভোট ঝাড়খণ্ডে ১৩ টি আসনে

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  আজ ঝাড়খণ্ডে  প্রথম দফার ভোটে  ১৩ টি আসনে  লড়াই  তে আছেন ১৮৯ জন প্রার্থী । ভোটার  সংখ্যা হলো ৩৭,৮৩,০৫৫জন । বুথের সংখ্যা ৩৯০৬ টি  ,তার মধ্যে ১২০২ টি স্পর্শ কাতর  বুথ  এবং অতি  স্পর্শকাতর  বুথের  সংখ্যা ১৭৯০ টি । আধা  সেনা নিযুক্ত হয়েছে ১৩ টি কেন্দ্রের জন্য ৩৫ হাজারের ও বেশি । মাওবাদী  এলাকা  গুলিতে নিরাপত্তার কারণে ৪৩৫ জন ভোট কর্মীকে  পাঠানবো হয়েছে  বুথে  কড়া  নিরাপত্তার মধ্যে দিয়ে ।