উদ্ভব ঠাকরে আস্থা ভোটে জয়ী হলেন ১৬৯ জন বিধায়কের সমর্থন নিয়ে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :আজ  মহারাষ্ট্র  বিধানসভাতে   ভোটাভুটিতে  শিবসেনা  নেতা  উদ্ভব  ঠাকরে  কংগ্রেস ,এনসিপি ,শিবসেনা ,নির্দল  এবং আরো  কিছু ছোট  দলের সমর্থন  নিয়ে  মুখ্যমন্ত্রী  হিসাবে  শপথ গ্রহণ করলেন । তবে  উপমুখ্যমন্ত্রী কে হবে এই নিয়ে এখনো কিছু জানা  যায়নি । স্পিকার  পদের  জন্য মানোন্নয়ন জমা দিয়েছে  কংগ্রেসের  বিধায়ক  নানা  পাটলে। বিজেপির  ১০৫ জন বিধায়ক  আস্থাভোটের  আগেই বিধানসভা  থেকে ওয়াক  আউট করেন ।