খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আজ মহারাষ্ট্র বিধানসভাতে ভোটাভুটিতে শিবসেনা নেতা উদ্ভব ঠাকরে কংগ্রেস ,এনসিপি ,শিবসেনা ,নির্দল এবং আরো কিছু ছোট দলের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন । তবে উপমুখ্যমন্ত্রী কে হবে এই নিয়ে এখনো কিছু জানা যায়নি । স্পিকার পদের জন্য মানোন্নয়ন জমা দিয়েছে কংগ্রেসের বিধায়ক নানা পাটলে। বিজেপির ১০৫ জন বিধায়ক আস্থাভোটের আগেই বিধানসভা থেকে ওয়াক আউট করেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...