খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মহারাষ্ট্রে গতকাল মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন উদ্ভব ঠাকরে ,তার সঙ্গে এনসিপি, শিবসেনা এবং কংগ্রেস থেকে দুই জন করে সর্বমোট ৬ জন মন্ত্রী শপথ নেয় ।একটি সংবাদ সূত্রে জানা যায় অর্থ ,স্বরাষ্ট্র ,পরিবেশ ও বনদফতর যেতে পারে এনসিপির ঝুলিতে অন্যদিকে রাজস্ব ,পূর্ত ,শুল্ক দফতর যেতে পারে কংগ্রেসের হাতে । গৃহ নির্মাণ ,নগর উন্নয়ন এবং সেচ দফতর পেতে পারে শিবসেনা ।শিল্প এবং শিক্ষা দফতর নিয়ে এখনো কোনো ভাগাভাগি নিয়ে কোনো কথা হয়নি ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...