খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এডিলেডে দি রাতের টেস্টে পাকিস্তান বোলারদের নিয়ে লাবুসানে এবং ডেভিড ওয়ার্নার ছেলে খেলা করার পরে প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলী পাকিস্তানের এই হাল দেখে স্তম্ভিত হন । তিনি পাক টেলিভিশন চ্যানেলে দেয়া এক সাখ্যাত্কারে বলেন । যতক্ষণ পর্যন্ত না ভারতের কাছে পাকিস্তানের ভরাডুবি হচ্ছে ততক্ষন পর্যন্ত কোনো হেলদোল দেখা যাবে না পাকিস্তানী ক্রিকেটার বা বোর্ডের মধ্যে । ভারত ই পারে পাকিস্তান কে ভরা ডুবি করিয়ে এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে ।
রাজ্য
গতকাল নবান্নে অনুষ্ঠিত হলো চা শিল্পের উন্নতি নিয়ে বৈঠক
চা শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য একটি দল গঠন করেছে রাজ্য সরকার ।গতকাল নবান্নের চা বাগান ও শিল্প নিয়ে একটি বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন চা...