৫৯ জন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশ কারীকে পুশব্যাক করাতে রাজ্য সরকারের সহযোগিতা

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  বেঙ্গলুরু  থেকে ধৃত  ৫৯ জন  বাংলাদেশী অনুপ্রবেশ কারীকে  আজ  ভোরে  হাওড়ার  নিশ্চিন্দা থেকে  নিয়ে যাওয়া হলো রাজ্য  সরকারের সহায়তায়  উত্তরবঙ্গে । সূত্রের  খবর অনুযায়ী  মালদার আরাদা  পুর এবং ৭ মাইল  দিয়ে তাদের  পুশ করার  জন্য বিএসএফ এবং  মালদহ  পুলিশ  কে বলা হয়েছে ।অনুপ্রবেশ কারীদের পুশব্যাকের  জন্য তুলে দেয়া হবে বিএসএফ  আউট পোস্টের  হাতে ।বাংলাদেশের ডেপুটি  হাই কমিশনার  এই ব্যাপারে কোনো মুখ খোলেনি ।