এডিলেডে পাক বোলারদের নিয়ে ছেলে খেলা করলেন ডেভিড ওয়ার্নার

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  আজ এডিলেডে  দিন রাতের  টেস্টে  গোলাপি বলে  ৪১৮ বলে ৩৩৫ রানের  অপরাজিত ইনিংস  খেলে  রেকর্ড গড়লেন  ডেভিড ওয়ার্নার । এটি তার  টেস্টের  সর্বোচ্চ রান । একই  সঙ্গে  তিনি টপকে  ১৯৩২ সালে  দক্ষিণ আফ্রিকার  বিরুদ্ধে  করা স্যার  ডন  ব্র্যাডম্যানের  এই মাঠের  সর্বোচ্চ ২৯৯ রানের  ইনিংসে কে । পাশাপাশি স্মিত ও দ্রুত  তম  ব্যাটসমান হিসাবে ৭০০০ রানের  ক্লাবে অন্তর্ভুক্ত হলেন । তিনি  এটি করলেন  মাত্র ২৬ টি ইনিগ্স  খেলে ।