খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মোহনবাগানে ক্লাবে খুব সম্ভবত বিনিয়োগ কারী হিসাবে আইলীগ চলাকালিন আসতে চলেছেন সৌদি আরবের সরকার নিয়ন্ত্রিত তেল সংস্থা আরামকো ।চুক্তি সই না হওয়াতে ক্লাবের পক্ষে এখনো সরকারি ভাবে কোনো ঘোষণা হয়নি । সম্প্রতি রেলিয়ান্স গোষ্ঠীর ও ২০% শেয়ার কিনেছে পৃথিবীর সর্বোত্তম ধোনি এই তেল সংস্থা টি । পরের বছর আইএস এলে খেলার সম্ভাবনা আছে মোহনবাগানের ,এই মুহূর্তে আরামকো কে পেয়ে গেলে মোহনবাগান তার আর্থিক দিকটি সুনিশ্চিত ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...